পেশায় আইনজীবী হলেও রাজনৈতিক পরিবারের মেয়ে সুষমা স্বরাজের কন্যা বাঁশুরী স্বরাজ রাজনীতিতে তাঁর হাতেখড়ি হয়েছে আগেই মায়ের দেখানো পথে এবার BJP-তে সক্রিয় ভূমিকায় দিল্লি বিজেপি-তে সচিব নিযুক্ত হলেন বাঁশুরী মণিপুরের সঙ্গে সম্প্রতি তুলনা টানেন বাংলার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন বাঁশুরী তাতে বিচারপতি পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেন এর পরই বাঁশুরীকে গুরুদায়িত্ব দেওয়া হল এবছর মার্চ মাসে বিজেপি-র লিগাল সেলে জায়গা পান এবার বাঁশুরী ভোটেও দাঁড়াতে পারেন বলে জল্পনা