সদ্য প্রয়াত হয়েছেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়

মাত্র ১২ বছর বয়সে রেডিওতে পারফর্ম করা শুরু করেন

প্রায় এক বছর পর তাঁর প্রথম গান রেকর্ড হয় 'HMV' থেকে

প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি প্রথমবার গান গেয়েছিলেন 'অঞ্জনগড়' ছবির জন্য

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম শিক্ষাগুরু ছিলেন যামিনী গঙ্গোপাধ্যায়

ভজন, টপ্পা, গজল কীর্তন, ঠুমরি প্রভৃতি শাস্ত্রীয় সঙ্গীতে তুখোড় ছিলেন

‘জয়জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিদু’টির জন্য শ্রেষ্ঠ গায়িকার সম্মান পেয়েছিলেন

২০১১-য় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ পান তিনি

সুচিত্রা সেনের বেশিরভাগ ছবিতে তাঁর জন্য গান গেয়েছেন

চিরকাল বাহুল্যহীন একটা জীবন যাপন করে গিয়েছেন