গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় তাঁর মৃত্যুর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম

প্রজন্মের পর প্রজন্মকে নিজের সুরে মাতিয়ে রাখা এহেন সঙ্গীত শিল্পীর প্রয়াণে দেশে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেন। টালিগঞ্জ থেকে মুম্বইয়ের তারকারাও সোশাল মিডিয়ায় শোকবার্তা দেন

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম কভি আলবিদা না কহেনা... গানের সুরস্রষ্টাকে চোখের জলে বিদায় জানায় মুম্বই। গত ১৭ ফেব্রুয়ারি শেষকৃত্য হয় বাপি লাহিড়ির। শেষ যাত্রায় সামিল হন অগণিত মানুষ

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম

গত ২৩ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে মুম্বইয়ের জুহুতে বাপি লাহিড়ির স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম এরপর গতকাল গঙ্গায় বিসর্জন দেওয়া হল বাপি লাহিড়ির চিতাভস্ম

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ প্রয়াত সঙ্গীতশিল্পীর চিতাভস্ম নিয়ে মুম্বই থেকে কলকাতায় আসেন স্ত্রী, ছেলে, মেয়ে, জামাই, নাতি-নাতনি। বিমানবন্দরে হাজির ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম বাপি লাহিড়ির ছবি, ফুল দিয়ে সাজানো গাড়িতে চিতাভস্ম নিয়ে যাওয়া হয় আউট্রাম ঘাটে

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম আউট্রাম ঘাটে আসার পর লঞ্চে গঙ্গাবক্ষে গিয়ে সেখানেই বিসর্জন দেওয়া হয় চিতাভস্ম

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম

ওর শেষ ইচ্ছা এটাই ছিল। কারণ গঙ্গায় পূর্ব পুরুষদের চিতাভস্মও ভাসানো হয়েছে। শেষ ইচ্ছা রক্ষা করতে আমরা এসেছি।, বলেন স্ত্রী চিত্রাণী

গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম

বাংলার সঙ্গে তাই ছিল নাড়ির টান। সেই বাংলার নদীতেই বিলীন হয়ে গেল ডিস্কো কিংয়ের চিতাভস্ম