নিজের কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, সোশ্যাল মিডিয়ায় হামেশাই অকপট ঋতাভরী চক্রবর্তী।

দীর্ঘ অসুস্থতা সারিয়ে উঠেছেন তিনি, আপাতত সুস্থ ঋতাভরী চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় নিজের সুস্থতার কথা জানিয়েছেন ঋতাভরী, সেই সঙ্গে লিখেছেন, নতুন কাজে হাত দিতে চলেছেন তিনি।

এক বছরের মধ্যে ২ বার অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। বেশ কিছুদিনের জন্য ভর্তি থাকত হয়েছিল হাসপাতালে।

হাসপাতালে বসেই বিদেশে পড়াশোনা শেষ করেন ঋতাভরী চক্রবর্তী।

সুস্থ হয়েই কাজ শুরু করে দেন ঋতাভরী, অসুস্থতা নিয়েই তিনি কাজ করেছিলেন 'এফআইআর' ছবিতে।

কেবল ছবি নয়, নিজের মিউজিক ভিডিওর কাজও অসুস্থতা নিয়েই শেষ করেন ঋতাভরী।

সোশ্যাল মিডিয়ায় সেই কথা মনে করি ঋতাভরী লিখেছেন, 'আমি অসুস্থতা নিয়ে কাজ করেছি, শারীরিক অসুস্থতার কথা বলিনি কাউকে।'

কেবল শারীরিক অসুস্থতা নয়, ঋতাভরী জানিয়েছেন, মানসিক বিশ্রাম না নিয়েই তিনি কাজ শুরু করেছিলেন।

ঋতাভরী অনুরোধ করেছেন, তাঁর মতো ভুল কেউ না করে অসুস্থতার পর পর্যাপ্ত বিশ্রাম নিয়ে কাজে যোগ দিতে।