শততম টেস্ট

অনন্য কৃতিত্বের অর্জন করলেন বিরাট কোহলি। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন তিনি।

সম্বর্ধনা

টেস্ট খেলতে নামার আগে কোহলিকে দেওয়া হল সম্বর্ধনা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে পক্ষ থেকে শততম টেস্টের প্রাক্কালে এই তারকা ব্যাটসম্যানকে সম্মান জানানো হল।

শততম টেস্ট ক্যাপ

কোহলির হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিলেন ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। কোহলির সঙ্গে ছিলেন দলের সমস্ত সদস্যরাই। পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।

উচ্ছ্বাসিত কোহলি

কেরিয়ারের শততম টেস্ট। এমন একটা মাহেন্দ্রক্ষণে ছোটবেলার নায়কের হাত থেকে টেস্ট ক্যাপ পেয়ে উচ্ছ্বাস গোপন করেননি কোহলি।

দুর্দান্ত অনুভূতি

তিনি বলেছেন, যাঁদের দেখে বড় হয়েছি, বাড়িতে ছবি রেখেছি, তাঁদের একজনের হাত থেকে টেস্ট ক্যাপ পেলাম। এটা দুর্দান্ত একটা অনুভূতি।

অনন্য কৃতিত্ব

টি ২০ ও একদিনের ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলছেন কোহলি। এরইমধ্যে শততম টেস্টের মাইলস্টোনে পৌঁছলেন তিনি।

অনুপ্রেরণা

কোহলি বলেছেন, তিনটি ফরম্যাট ও আইপিএলে খেলার ব্যস্ততার মধ্যেই এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন। তিনি চান এই ঘটনা যেন অনুপ্রেরণা যোগায় তরুণ প্রজন্মকে।

পাশে অনুষ্কা

দ্রাবিড় যখন কোহলির হাতে ক্যাপ তুলে দিচ্ছিলেন তখন তাঁর পাশে ছিলেন অনুষ্কা। এছাড়াও স্ট্যান্ডে ছিলেন তাঁর ভাই বিকাশ কোহলি।

ছিলেন বোর্ডকর্তারাও

.বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধূমল, সহ সভাপতি রাজীব শুক্লরাও স্ট্যান্ডে ছিলেন।

রৌপ্য ফলক

কোহলির হাতে শততম টেস্ট ক্যাপের পাশাপাশি একটি রৌপ্য ফলকও তুলে দেন দ্রাবিড়।