Image Source: Instagram

আজ জন্মদিন বলিউড ও টলিউড অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্তর। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

Image Source: Instagram

বাংলা ছবি, হিন্দি ছবি, হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ বরখা। 'কিতনি মস্ত হ্যায় জিন্দেগী' ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ হয় তাঁর

Image Source: Instagram

বড় পর্দায় বরকার ডেবিউ হয় 'রাজনীতি' ছবি দিয়ে। এই ছবিতে একটি আইটেন গানে দেখা যায় তাঁকে

Image Source: Instagram

বাংলা ছবিতে বরখাকে প্রথমবার দেখা যায় 'দুই পৃথিবী' ছবিতে। জিৎ ও দেব অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন তিনি

Image Source: Instagram

আসলে উত্তরাখণ্ডের হলেও বরখার ছোটবেলা কেটেছে কলকাতায়। তিন বোনের মধ্যে সবথেকে ছোট তিনি

Image Source: Instagram

সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরখা। কয়েক বছর সম্পর্কে থাকার পর নতুন জীবন শুরু করেন তাঁরা

Image Source: Instagram

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বর্তমানে বরখা এবং তাঁর স্বামী ইন্দ্রনীলের মধ্যে সম্পর্ক খুব ভালো যাচ্ছে না

Image Source: Instagram

তাঁরা আলাদা থাকছেন বলেও শোনা যায়

Image Source: Instagram

'আমি সুভাষ বলছি' থেকে 'ভিলেন'-এর মতো বাংলা ছবিতে অভিনয় করেছেন

Image Source: Instagram

আবার রণবীর সিংহের 'গোলিওকি রাসলীলা রামলীলা' ছবিতে দেখা গিয়েছে তাঁকে