২০২২ সালে লিয়াম লিভিংস্টোন ঝোড়ো অর্ধশতরানে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছিলেন



নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১৭ বলে ৫০ রানের গণ্ডি পার করেন তিনি



সীমিত ওভারে নিউজ়িল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ওপেনার মার্টিন গাপ্তিল



তিনি ১৭ বলে দ্রুততম কিউয়ি হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করেন



তালিকায় দুই শ্রীলঙ্কান ব্যাটারও রয়েছেন



২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন কুশল পেরেরা



একই প্রতিপক্ষের বিরুদ্ধে ১৯৯৬ সালে ১৭ বলেই অর্ধশতরান হাঁকান সনৎ জয়সূর্য



ব্যাট হাতে জয়সূর্য কিন্তু ওপেনিং ব্যাটারের সংঞ্জা চিরতরে বদলে দেন



তাঁকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসাবে কল্পনা করা হয়



সেই এবি ডিভিলিয়ার্সের দখলেই ১৬ বলে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর কৃতিত্ব রয়েছে