শ্রীলঙ্কায় কোচ হিসাবে গিয়েছেন দ্রাবিড়, অধিনায়ক শিখর ধবন।
ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের সবকটি ম্য়াচ হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
এই সিরিজে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন।
দলের স্পিন আক্রমণকে নেতৃত্ব দিতে পারেন যুজবেন্দ্র চাহাল।
অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এই সিরিজে দলে আছেন সূর্যকুমার যাদব।
ধবন জানিয়ে দিয়েছেন, তাঁর ওপেনিং পার্টনার ভাবা হয়ে গিয়েছে।
ঈশান কিষাণকে উইকেটরক্ষার দায়িত্ব সামলাতে হতে পারে।
দলের ইনিংস গড়ার কাজ করতে হবে মণীশ পাণ্ডেকে।
কুলদীপ যাদব-যুজবেন্দ্র চাহালের বিখ্যাত কুলচা জুটিকে দেখা যাবে?