মুম্বইয়ে প্রবল বর্ষণ

৪৬ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে।

একদিনে বৃষ্টিপাত ৩৩১.৮ মিলিমিটার

১৯৭৪ সালের পর একদিনে মুম্বইয়ের এত বৃষ্টি হয়নি।

বিপর্যস্ত জনজীবন

টানা বর্ষণে বহু এলাকা জলমগ্ন।

শহরবাসীকে বাড়িতে থাকার আর্জি

সকলকে বাড়ি ছেড়ে না বেরনোর অনুরোধ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের।

আশ্বাস মৌসম ভবনের

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমার পূর্বাভাস।

ভাসছে কোলাবা

ঐতিহ্যবাহী গেটওয়ে অব ইন্ডিয়া-সহ বেশিরভাগ এলাকাই জলের তলায়।

যানবাহন চলছে হাতে গোনা

জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি অফিস বন্ধ।

তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী

পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

পুণে থেকে মুম্বইয়ে ৩ দল

মুম্বই পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আরও তিনটি দল।