বেলপাতা ছাড়া ভগবান শিবের পুজো হয় না । মা দুর্গার পুজোতেও লাগে বেলপাতা । তবে শুধু পুজোয় নয়, বেলপাতার পুষ্টিগুণও অপরিসীম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, ভিটামিন A, C, B1 এবং B6 এর মতো পুষ্টিতে সমৃদ্ধ বেলপাতা। প্রতিদিন বেলপাতা খেলে পেট সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন সকালে খালি পেটে বেলপাতা চিবিয়ে খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে । অ্যাসিডিটি, গ্যাস এবং বদহজমের সমস্যা থেকে মুক্তি দিতে বেলপাতা বেশ কার্যকরী। বেলপাতা হার্টকে সুস্থ রাখতেও সহায়ক। খালিপেটে বেল ও বেলপাতা দুই-ই উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্যও বেলপাতা খুবই উপকারী।