ট্রেলারের শেষে প্রশ্ন রেখে গেল 'বেলাশুরু' কিন্তু সদ্য মুক্তি পাওয়া 'বেলাশুরু'-র ট্রেলার পাল্টে দিল সব ধারণা বিবাহবেশে সেজে স্বাতীলেখা সৌমিত্রকে বললেন, 'আমার বরকে দেখেছো?' একের পর এক মুক্তি পাওয়া গানে দেখানো হয়েছে ভালোবাসা, মান অভিমানের কথা। তবে ট্রেলারে হঠাৎ স্বাতীলেখার হারিয়ে যাওয়া, তাঁকে খোঁজা, সব মিলিয়ে যেন বুঝিয়ে দিয়েছে, ছবিতে প্রেমের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে বিচ্ছেদের সুর। ট্রেলারের একেবারে শেষে বিবাহবেশে সেজে বৃদ্ধ স্বাতীলেখা সেনগুপ্তর কন্ঠে 'আমার বরকে দেখেছো?' যেন আরও অনেক প্রশ্নচিহ্ন তুলে দেয় গল্প নিয়ে। ইতিমধ্যেই হিট ছবির গান 'টাপা টুনি' ছবির ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা ছবি গল্প জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২০ মে পর্যন্ত