এতদিন ভারতে কম্পাসকে কেন্দ্র করেই বিক্রি সীমাবদ্ধ ছিল জিপের। এবার সেই তালিকায় নতুন সংযোজন জিপ মেরিডিয়ান
৭ আসনের এই গাড়িতে তিনটি সারি রয়েছে। দেখতে কম্পাসের মতো হলেও সামনের গ্রিলে পরিবর্তন করেছে কোম্পানি।
ড্যাশ বোর্ড, দরজায় লেদার টাচ, লেদার সিট গাড়িকে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। গাড়িতে পাবেন ১০.১ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
লম্বা হুইলবেস থাকায় দ্বিতীয় সারির জন্য লেগরুম ভাল। তবে হেডরুম স্বাভাবিক ও আন্ডার থাই সাপোর্ট এই শ্রেণির অন্য গাড়ির তুলনায় বেশ ভাল।
জিপ মেরিডিয়ানে নতুন সেভেন স্লট গ্রিল ও চওড়া হেডল্যাম্প দেওয়া হয়েছে। এতে পাবেন 18-ইঞ্চি অ্যালয় হুইল।