মাঝে আর একটা দিন, তারপরই খুশির ইদ। উৎসবের চেহারা বাংলা-জুড়ে। প্রতিবারের মতোই ইদের আগের দিন ষোলো আনা মসজিদে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে খিদিরপুরের প্রখ্যাতে মসজিদে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধের দিকে প্রায় আধঘণ্টা মসজিদে ছিলেন মুখ্যমন্ত্রী। মসজিদের মধ্যে কর্পোরেশনের যে অফিস রয়েছে সেখানে বসে ইমাম-মসজিক কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলেন। ইদের আগে স্থানীয়রা মেতে উঠেছিলেন কেনা-কাটায়। শহরজুড়ে উৎসবের মেজাজ। উৎসব উপলক্ষ্যে মহিলাদের হাতে মেহেন্দি করতেও দেখা যায়। জানা গিয়েছে, ইমামদের জন্য ফুল-মিষ্টি নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাদের সুবিধা-অসুবিধা নিয়েও খোঁজখবর নেন। বেরিয়ে যাওয়ার সময় কয়েকশো মিটার রাস্তা হেঁটে সাধারণ মানুষের অভিবাদন নেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন জেনে মসজিদের সামনে ভিড় জমান অসংখ্য মানুষ।