ঘুমোতে যাওয়ার আগে দুধ খান নাকি !

হালকা গরম দুধ খেলে ভালো ঘুম হয়

শোওয়ার আগে দুধ খেলে

স্নায়ুতন্ত্রকে আরাম দেয় বলে মনে করে আয়ুর্বেদশাস্ত্র

অবশ্য অনেক নিউট্রিশনিস্টের মতে,

শুতে যাওয়ার আগে দুধ খেলে ওজন বাড়ে।

নিউট্রিশনিস্টদের মতে, এক গ্লাস করে লো-ফ্যাট দুধ খেলে

শরীরের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ওয়ার্কআউটের পরে এক গ্লাস দুধ খেলে

পেশী গঠনে সাহায্য করে

রাতে দুধ খাওয়ার থেকে

ওয়ার্কআউটের পরে এক গ্লাস দুধ খাওয়া ভাল।

যাঁদের হজমের সমস্যা আছে,

রাতে গরুর দুধ কখনওই খাবেন না।

তাহলে রাতে দুধ খাবেন কি খাবেন না ?

খেতেই পারেন, তবে লো-ফ্যাট মিল্ক অবশ্যই