আন্তর্জাতিক ফুটবলে নয়া নজির গড়লেন সুনীল ছেত্রী মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধেও গোল করলেন সুনীল আন্তর্জাতিক ফুটবলে মোট ৮৪টি গোল হয়ে গেল তাঁর সুনীল ধরে ফেললেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে দেশের জার্সিতে ৮৪ গোল রয়েছে পুসকাসের সুনীলের সামনে এখন রোনাল্ডো (১১৭ গোল), আলি দাই (১০৯ গোল), মোক্তার দাহারি (৮৯ গোল) ও লিওনেল মেসি (৮৬ গোল) এঁদের মধ্যে শুধু রোনাল্ডো ও মেসিই খেলা চালিয়ে যাচ্ছেন আর এক গোল করলেই পুসকাসকে ছাড়িয়ে যাবেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি