পায়ে পায়ে মায়ানগরীর রুপোলি পর্দায় ৮ বছর পার করে ফেললেন কিয়ারা আডবাণী

পাপারাৎজিদের সঙ্গে কেক কেটে এই দিনটা উদযাপন করলেন কিয়ারা।

সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'জুগ জুগ জিও'

এই ছবিতে কিয়ারার বিপরীতে অভিনয় করছেন বরুণ ধবন। এই ছবির প্রচারেই এখন ব্যস্ত বরুণ কিয়ারা।

এদিন সাদা শাড়ির সঙ্গে অফ সোলডার ব্লাউজ পরেছিলেন কিয়ারা আডবানী।

খোলা চুল আর হালকা সাজে যথারীতি মোহময়ী দেখাচ্ছিল কিয়ারাকে।

সোশ্যাল মিডিয়ায় রুপোলি পর্দার বর্ষপূর্তিতে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন কিয়ারা।