বেশ কয়েক বছর ধরে বলিউডে চুটিয়ে কাজ করছেন জাহ্নবী কপূর, শশাঙ্ক খৈতানের 'ধড়ক' ছবি দিয়ে বি টাউনে পা রাখেন অভিনেত্রী প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই প্রয়াত হন জাহ্নবী কপূরের মা, প্রথম ছবি মুক্তি পাওয়ার পর মায়ের উদ্দেশে অনেক আবেগঘন কথাও লেখেন স্টার কিড হওয়ার কারণে নেটিটেনদের রোষানলেও পড়তে হয়েছে, যদিও কোনও বিতর্কতেই বিশেষ মাথা ঘামাতে দেখা যায় না জাহ্নবীকে কেরিয়ারের শুরু থেকে একাধিক বড় তারকার সঙ্গে কাজ করেছেন, পাশাপাশি নানা চ্যালেঞ্জিং চরিত্রেও অভিনয় করেছেন একবার কর্ণ জোহরের চ্যাট শোয়ে এসে নিজের প্রথম প্রেমের কথা জানান জাহ্নবী কপূর কর্ণ জোহরের চ্যাট শোয়ে অর্জুন কপূরের সঙ্গে আসেন জাহ্নবী, সেখানেই তাঁর গোপন খবর ফাঁস হয় জানিয়েছিলেন, বলিউডের কোন তারকা ছিলেন তাঁর প্রথম ভালোবাসা কথাবার্তা চলাকালীন একাধিক প্রশ্নের উত্তর দিতে দিতে প্রথম প্রেম হিসেবে রাজকুমার রাওয়ের নাম প্রকাশ্যে আনেন সামনেই মুক্তি পাবে জাহ্নবীর একাধিক ছবি, 'গুড লাক জেরি' থেকে 'বাওয়াল'-এ দেখা যাবে তাঁকে ইতিমধ্যেই আগামী ছবি 'গুড লাক জেরি'র প্রচারে দেখা যাচ্ছে জাহ্নবী কপূরকে