ঔষধি গুণের জন্যও পরিচিতি রয়েছে লবঙ্গের

অতীতে ঔষধি হিসেবে লবঙ্গের সার্বিক ব্যবহার ছিল

ব্যবহারের ধরন বদলালেও লবঙ্গের চাহিদা কিন্তু কমেনি

লবঙ্গে প্রদাহজনিত সমস্যা প্রতিরোধী উপাদান থাকে

স্নায়ু অসাড় করে দেয় লবঙ্গ, যন্ত্রণা দূর করতে কাজে লাগে

দাঁতের যন্ত্রণা, পেশির যন্ত্রণা এবং মাথাব্যথায় ব্যবহৃত হয়

মুখের দুর্গন্ধ দূর করতে, মাড়ি ফোলা কমাতেও ব্যবহৃত

ত্বককেও ব্যাকটিরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে লবঙ্গ

হজম ক্ষমতা বৃদ্ধিতেও কাজে লাগে, পেটের ফোলা ভাব কমায়

স্টমাক আলসার প্রতিরোধ করে বাড়তে দেয় না পেপটিক আলসার