ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ডাব বা নারকেলের জল। ডাব বা নারকেলের জল ভাল ক্লেনজার হিসেবে ব্যবহার করা যায়। ত্বকের একাধিক সমস্যা দূর করতে দাবের জল সাহায্য করে। রুক্ষ ত্বক আর্দ্র রাখতেও সাহায্য করে নারকেল বা ডাবের জল। বিভিন্ন ধরনের দাগছোপ দূর করে ত্বক ঝকঝকে করে ডাবের জল। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং মোলায়েম রাখে। বাড়িতে তৈরি ফেসপ্যাকের সঙ্গে ডাবের জল মেশাতে পারেন। ব্রণর সমস্যা দূর করতেও কাজে লাগে ডাবের জল। বলিরেখা দূর করতে সাহায্য করে ডাব বা নারকেলের জল। ব্রণ বা র্যাশের দাগ মিলিয়ে দিতেও কাজে লাগে ডাবের জল।