Image Source: Pexels, Pixabay

ঝাল খেতে পারেন না অনেকে, অনেকে আবার ঝাল ছাড়া খাবারের স্বাদই পান না। ঝালের মধ্যেও রয়েছে নানা রকমফের।

Image Source: Pexels, Pixabay

কোনওটা গোলমরিচের ঝাল। কোনওটা আবার শুকনো লঙ্কার ঝাল। ঝালের জন্য ব্যবহার হয় কাঁচা লঙ্কাও। তারও নানা প্রজাতি রয়েছে।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা শুকনো লঙ্কা খেতে বারণ করেন, কিন্তু কাঁচা লঙ্কায় বারণ ততটা নয়। কারণ লুকিয়ে রয়েছে গুণের বহরে।

Image Source: Pexels, Pixabay

কাঁচা লঙ্কা বা সবুজ লঙ্কায় একাধিক গুণ রয়েছে। শরীরের অতিরিক্ত ফ্যাট খরচ করিয়ে দেয়।

Image Source: Pexels, Pixabay

লঙ্কায় ক্যালোরি অত্যন্ত কম। লঙ্কা দেহের মেটাবলিজম বৃদ্ধি করে।

Image Source: Pexels, Pixabay

হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী লঙ্কা। বিশেষজ্ঞরা বলেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় লঙ্কা।

Image Source: Pexels, Pixabay

রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা লাগামে রাখতে সাহায্য করে লঙ্কায় থাকা পুষ্টিপদার্থ।

Image Source: Pexels, Pixabay

ফাইবার থাকে লঙ্কায়। যা কোলনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পাচনতন্ত্র ভাল রাখতে এর জুড়ি নেই।

Image Source: Pexels, Pixabay

লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য় করে। ঠান্ডা লাগার সমস্যা কমাতে কার্যকরী।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন।