ঘরের একটি দৃশ্য়মান জায়গায় সাজিয়ের রাখতে পারেন আপনার পছন্দের সমস্ত বই।

ঘর সাজাতে ল্য়াম্প শেডের গুরুত্ব অপরিসীম। ঘরের যে কোনও কোনায় ল্য়াম্প শেড রাখা যেতে পারে।

ঘর সাজাতে বেছে নিন আপনার পছন্দমত ইন্ডোর গাছ। ঘরে সবুজের ছোঁয়া আপনার মন ভাল রাখবে।

সাধারণ দিনকে বিশেষ করে তুলতে ঘরে নিয়ে আসুন ফ্রেস ফুল। ফুল সবসময়ই ইতিবাচক এনার্জির সঞ্চার করে।

ফটো ফ্রেম ঘর সাজানোর ক্ষেত্রে একটি বিশেষ উপকরণ। কম খরচে আপনার পছন্দমত ছবি বাঁধিয়ে দেওয়ালে টাঙায়ে দিন।

সাধারণ ফুলদানি হোক বা রঙিন ড্রিম ক্য়াচার। খুব ছোট ছোট জিনিসই হয়ে উঠতে পারে আপনার ঘর সাজানোর উপাদান।

অনেকে ঘর সাজাতে ক্য়াকটাস গাছেরও ব্য়বহার করে থাকেন।

কম খরচে দেয়াল সাজাতে ব্যবহার করতে পারেন ওয়ালপেপার।

পুরনো আসবাবে নতুন করে রঙ করে দেওয়া যেতে পারে। পাশাপাশি সোফা বা বালিশের কভার ব্য়বহার করুন উজ্জ্বল রং।

ঘরে শৈল্পিক ছোঁয়া আনতে বেছে নিতে পারেন পছন্দমত পেন্টিং। ঘরের মাপ অনুযায়ী একটি দেওয়ালে টাঙাতে পারেন পেন্টিং।