ব্ল্যাক টি এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে

শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে

চায়ের মধ্যে যে ক্যাফেন থাকে তা কিন্তু চুল আর ত্বকের জন্য খুব ভাল।

হার্টকে ভাল রাখতে সাহায্য করে ব্ল্যাক টি

কোলেস্টেরল বাড়লে হার্ট, স্ট্রোকের মতো সমস্যার সম্ভাবনা থাকে খুব বেশি

আদা দেওয়া চায়ে হজমের সমস্যা দূর হয়

যাঁদের বিভিন্ন ক্রনিক সমস্যা রয়েছে তাঁদের জন্যও লিকার চা ভাল

চিনি ছাড়া লিকার চা এবং গ্রিন টি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ক্যানসারের সম্ভাবনা কমে

উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা থেকেও দূরে থাকা যায় লিকার চায়ে

ট্রাইগ্লিসারাইড, স্থূলতার মত সমস্যাও দূর করে লিকার চা