শখে হোক বা কাজের জন্য অ্যাপল ডিভাইসের প্রতি টান রয়েছে অনেকেরই। ক্যামেরা বা ফোনের স্পিডের জন্য অনেকেরই আইফোন পছন্দ। কিন্তু আইফোনে স্টোরেজ নিয়ে অনেকেরই নানা সমস্যা রয়েছে। সেক্ষেত্রে ভরসা করতে হয় ক্লাউড স্টোরেজের উপর। অ্যাপলের নিজস্ব ক্লাউড স্টোরেজ আইক্লাউড (iCloud) বিনামূল্যে মাত্র ৫ জিবি ব্যবহার করতে দেয়। আরও বেশি স্টোরেজের ব্যবহারের জন্য টাকা নিয়ে তা কিনতে হয় আই ক্লাউডের ক্ষেত্রে। তবে ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে একাধিক অপশন রয়েছে হাতের কাছেই। অনেকেই যা ব্যবহার করে থাকেন। অন্যতম জনপ্রিয় ক্লাউড স্টোরেজ অপশন ড্রপবক্স। ব্যবহার করতে সুবিধা এবং পকেটের উপর চাপও অনেকটা কম। রয়েছে ক্লাউড স্টোরেজ অ্যামাজন ড্রাইভ। ডেটা ব্যাক-অ্যাপ থেকে ছবি রাখা-সব কিছুর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। গুগল ড্রাইভ সবাই চেনে। ব্যবহার করা যায় আইফোনেও। বিনামূল্যে সবচেয়ে বেশি জায়গা মেলে এখানেই।