Image Source: pixabay

শখে হোক বা কাজের জন্য অ্যাপল ডিভাইসের প্রতি টান রয়েছে অনেকেরই।

Image Source: pixabay

ক্যামেরা বা ফোনের স্পিডের জন্য অনেকেরই আইফোন পছন্দ।

Image Source: pixabay

কিন্তু আইফোনে স্টোরেজ নিয়ে অনেকেরই নানা সমস্যা রয়েছে। সেক্ষেত্রে ভরসা করতে হয় ক্লাউড স্টোরেজের উপর।

Image Source: pixabay

অ্যাপলের নিজস্ব ক্লাউড স্টোরেজ আইক্লাউড (iCloud) বিনামূল্যে মাত্র ৫ জিবি ব্যবহার করতে দেয়।

Image Source: pixabay

আরও বেশি স্টোরেজের ব্যবহারের জন্য টাকা নিয়ে তা কিনতে হয় আই ক্লাউডের ক্ষেত্রে।

Image Source: pixabay

তবে ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে একাধিক অপশন রয়েছে হাতের কাছেই। অনেকেই যা ব্যবহার করে থাকেন।

Image Source: pixabay

অন্যতম জনপ্রিয় ক্লাউড স্টোরেজ অপশন ড্রপবক্স। ব্যবহার করতে সুবিধা এবং পকেটের উপর চাপও অনেকটা কম।

Image Source: pixabay

রয়েছে ক্লাউড স্টোরেজ অ্যামাজন ড্রাইভ। ডেটা ব্যাক-অ্যাপ থেকে ছবি রাখা-সব কিছুর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

Image Source: pixabay

গুগল ড্রাইভ সবাই চেনে। ব্যবহার করা যায় আইফোনেও। বিনামূল্যে সবচেয়ে বেশি জায়গা মেলে এখানেই।