Image Source: pixabay

মিষ্টি ছাড়া কী জীবন চলে? যে কোনও রান্নায় স্বাদ আনতে মিষ্টত্ব লাগে।

Image Source: pixabay

নানাসময় রসনাতৃপ্তিতে বিভিন্ন মিষ্টিজাতীয় খাবারও প্রয়োজন।

Image Source: pixabay

কিন্তু বেশি চিনি খাওয়া বিপদ। ওবেসিটি, মধুমেহ থেকে শুরু করে ক্যানসারের আশঙ্কাও বাড়িয়ে দেয় চিনির ব্যবহার।

Image Source: pixabay

সুস্থ থাকতে চিনি বন্ধ করা সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু তাই বলে কি জীবনে মিষ্টি থাকবে না? উপায় কী কী?

Image Source: pixabay

চিনির বদলে মধু ব্যবহার করা যায়। অ্য়ান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর মধু ওজন কমাতেও সাহায্য করে।

Image Source: pixabay

রান্নায় ব্যবহার করা যায় গুড়। খেজুর বা আখের রস থেকে তৈরি গুড়ে নানারকম খনিজ মৌল থাকে।

Image Source: pixabay

নানা জায়গায় মিষ্টির জন্য খেজুর ব্যবহার করা হয়। একাধিক পুষ্টিগুণ থাকায় স্বাস্থ্যের জন্যও ভাল।

Image Source: pixabay

বিভিন্ন ফলের পিউরি (Fruit Puree) চিনির বদলে ব্যবহার করা যায়। ব্যবহার করা যায় ম্যাপল সিরাপও।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।