Image Source: Pexels, Pixabay

সহজলভ্য, সাধারণ এবং তুলনায় শস্তা। এই তিনটি বলা যায় কুমড়ো সম্বন্ধে।

Image Source: Pexels, Pixabay

শাঁস থেকে বীজ, সবই উপকারী। কিন্তু কেন উপকারী?

Image Source: Pexels, Pixabay

ফাইবারে ঠাসা, ভাল রাখে হজমশক্তি

Image Source: Pexels, Pixabay

পটাশিয়ামে ভরপুর কুমড়ো। যা মস্তিষ্ক, পেশি এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে অত্যন্ত প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

বেটা-ক্যারোটিন, ভিটামিন এ সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস।

Image Source: Pexels, Pixabay

চোখ, ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল রাখার জন্য প্রয়োজনীয় এটি।

Image Source: Pexels, Pixabay

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কুমড়ো।

Image Source: Pexels, Pixabay

উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল লাগামে রাখতেও সাহায্য করে কুমড়ো।

Image Source: Pexels, Pixabay

কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।