করোনার কাঁটা পেরিয়ে ফের আলোর উৎসবে ভাসতে চলেছে গোটা দেশ। উৎসব মানে যেমন আনন্দ তেমন উৎসব পালনে বেশ কিছু সতর্কতাও মেনে চলতে হয়।

কী করবেন? লাইসেন্স রয়েছে এমন কারোর থেকে বাজি কিনুন।

এক বালতি বালি বা অগ্নি নির্বাপক যন্ত্রের বন্দোবস্ত রাখুন। এমন জায়গায় বাজি ফাটান যেখানে দাহ্য পদার্থ নেই।

বাজি ফাটানোর সময় সবরকম সাবধানতা অবলম্বন করতে হবে।

এক বালতি জল রাখুন, আতসবাজি পোড়ানো হলে সেটায় ফেলে দিন।

ঘিঞ্জি এলাকার পরিবর্তে ফাঁকা জায়গায় বাজি ফাটান।

কী করবেন না? বাড়ির ছোট সদস্যদের একা বাজি ফাটাতে দেবেন না।

বাজি ফাটানোর সময়ে পরনে থাকুক সুতির হালকা পোশাক।

চোখে বা অন্য কোথাও আঘাত লাগলে, ক্ষত অংশে তেল বা ক্রিম দেবেন না। যে কোনওরকম সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।

বাজি হাতে রেখে কখনও তাতে আগুন দেবেন না। জ্বলন্ত প্রদীপের কাছে বাজি রাখবেন না।