Image Source: Pexels

চারদিকে এখন ডেঙ্গির প্রকোপ। এই অবস্থায় মশা তাড়াতে ঘরে রাখতে পারেন গাঁদাফুলের গাছ।

Image Source: Pexels

আরও অনেক ধরনের ইন্ডোর প্ল্যানের ক্ষেত্রেই এই উপকার পাওয়া যাবে। অর্থাৎ মশা তাড়ানো সম্ভব হবে।

Image Source: Pexels

মিন্ট বা পুদিনা গাছের বিশেষ গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। এছাড়াও এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। রান্নাতেও ব্যবহার হয়।

Image Source: Pexels

আর কী কী ইন্ডোর প্ল্যান এই তালিকায় রয়েছে দেখে নেওয়া যাক একনজরে।

Image Source: Pexels

খুব পরিচিত কয়েকটি গাছ যা ইন্ডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যায় তার মাধ্যমে মশা তাড়ানো সম্ভব।

Image Source: Pexels

শুধু সুন্দর দেখতেই নয় ল্যাভেন্ডার গাছ সুগন্ধও ছড়ায়। এছাড়াও মশা তাড়াতে সাহায্য করে।

Image Source: Pexels

বেসিল বা তুলসী গাছ ঘরে রাখলেও দূরে থাকবে মশা। এর পাশাপাশি এই গাছের পাতার রয়েছে আরও অনেক গুণ।

Image Source: Pexels

অনেকে ঘর সাজানোর জন্য মানিপ্ল্যান্ট রাখতেও পছন্দ করেন।

Image Source: Pexels

অনেকেই ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের গাছ রাখেন। তবে তার যে এত গুণ রয়েছে তা বোধহয় অনেকেরই জানা ছিল না।

Image Source: Pexels

রোজমেরি গাছের রয়েছে অনেক ভেষজ গুণ। এছাড়াও এই গাছ মশা তাড়াতে সাহায্য করে।