শহরজুড়ে বিয়ে মরসুম। রিল থেকে রিয়েল লাইফ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সাত পাকে বাধা পরতে চলেছে চেনা-অচেনা অনেকেই। বিবাহের আবহ থেকে বাদ নেই ছোটপর্দাও। আবির ও টুম্পার বিয়েকে কেন্দ্র করে মেতে উঠেছে মল্লিক পরিবার। তবে বিয়ের দিনই হঠাৎই ছন্দপতন! এদিন হঠাৎই অস্মিতা মল্লিক ম্যানশনে আগমন ঘটে এক অচেনা ব্যক্তির। তার আসার পর পরিবারের লোকজনের মধ্যে শুরু হয় গুঞ্জন। কে এই ব্যক্তি? তা নিয়ে বাড়তে থাকে জল্পনা। তিনি আচমকাই এসেই বিয়ের আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করতে থাকেন। যা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয় চারুশীলা ও অলোকেশের মধ্য়ে। বিবাদ পৌঁছয় চরমে। বিয়ের ঠিক আগের মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন চারুশীলা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। স্বাভাবিকভাবেই অম্পূর্ণ থেকে যায় বিয়ে। ফের অনিশ্চিত হয়ে পড়ে টুম্পা আবিরের ভবিষ্যত।