থালাইভা- এই নামেই তাঁকে চেনে গোটা দেশ। দক্ষিণী সিনেমার লেজেন্ড রজনীকান্তের আজ জন্মদিন।



সেলিব্রেটি থেকে সাধারণ অনুরাগী- থালাইভার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা।



তামিল সিনেমার এই একচ্ছত্র অধিপতি একাধিক ভারতীয় ভাষার সিনেমায় নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন।



দক্ষিণী ফিল্ম ইন্ড্রাস্ট্রির থালাইভা আদতে খাঁটি মরাঠি ভূমিপুত্র। আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়।



ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে পা রাখার আগে পেশার তাগিদে কুলি থেকে বাস কন্ডাকটর- নানা ভূমিকায় দেখা গিয়েছিল রজনীকান্তকে



মাদ্রাজ ফিল্ম ইন্সটিটিউটে অভিনয় শেখার সময় তামিল চিত্রপরিচালক কে বালাচন্দ্রের নজরে পড়েন, তাঁর পরামর্শেই শুরু তামিল শেখা



কে বালাচন্দ্রের পরিচালনায় 'Apoorva Raagangal'-সিনেমায় তাঁর আত্মপ্রকাশ, সালটা ১৯৭৫



তারপর প্রায় পাঁচ দশক পেরিয়েও থালাইভার জাদুতে বুঁদ গোটা দেশ। সম্প্রতি মুক্তি পাওয়া 'Jailor' বক্স অফিসে ঝড় তুলেছিল।



পদ্ম ভূষণ ও পদ্ম বিভূষণে সম্মানিত হয়েছেন তিনি। ২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন।



অভিনয়, প্রযোজনা থেকে ব্যবসা- সবদিকেই সফল তিনি। সংগ্রহে রয়েছে ২টো রোলস রয়েজ থেকে শুরু করে একাধিক বিলাসবহুল গাড়িও।