ABP Ananda


তাদের প্রেমের সম্পর্ক, এটা প্রায় কেউই জানতেন না.. হঠাৎ বিয়ের খবরে তাই তোলপাড়


ABP Ananda


সেই জল্পনার অবসান হল সাতপাকে। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সৌরভ-দর্শনা


ABP Ananda


প্রেম নয়... প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্বই ছিল। ক্রমে গাঢ় হয় সৌরভ-দর্শনার সেই বন্ধুত্ব।


ABP Ananda


বন্ধুত্ব গাঢ় হতেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সৌরভ, রাজি হয়ে যান দর্শনা।


ABP Ananda


লাল বেনারসির সাবেকি সাজে সেজেছিলেন দর্শনা, পরেছিলেন মায়ের দেওয়া গয়না


ABP Ananda


রীতি মেনে বিয়ে করেন সৌরভ-দর্শনা। দুজনের সাজেই ছিল সাবেকিয়ানা ও আভিজাত্য।


ABP Ananda


সৌরভ-দর্শনার বিয়ের খাওয়া দাওয়ার আয়োজনও ছিল এক্কেবারে সাবেকি।


ABP Ananda


তবে হাতের কাজ সামলে তবেই হানিমুনে যাওয়ার পরিকল্পনা রয়েছে সৌরভ-দর্শনার


ABP Ananda


সাবেকিয়ানা তো বটেই তবে ঢালাও নাচ-গানের আয়োজন ছিল বিয়ের আসরে। যোগ দিলেন বর বউও।



সৌরভ-দর্শনার বিয়ের আসরে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।



বিয়ের আসরে নজর কাড়ে সৌরভ-দর্শনার প্রেম, খুনসুটি বন্ধুত্ব