তাদের প্রেমের সম্পর্ক, এটা প্রায় কেউই জানতেন না.. হঠাৎ বিয়ের খবরে তাই তোলপাড় সেই জল্পনার অবসান হল সাতপাকে। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সৌরভ-দর্শনা প্রেম নয়... প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্বই ছিল। ক্রমে গাঢ় হয় সৌরভ-দর্শনার সেই বন্ধুত্ব। বন্ধুত্ব গাঢ় হতেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সৌরভ, রাজি হয়ে যান দর্শনা। লাল বেনারসির সাবেকি সাজে সেজেছিলেন দর্শনা, পরেছিলেন মায়ের দেওয়া গয়না রীতি মেনে বিয়ে করেন সৌরভ-দর্শনা। দুজনের সাজেই ছিল সাবেকিয়ানা ও আভিজাত্য। সৌরভ-দর্শনার বিয়ের খাওয়া দাওয়ার আয়োজনও ছিল এক্কেবারে সাবেকি। তবে হাতের কাজ সামলে তবেই হানিমুনে যাওয়ার পরিকল্পনা রয়েছে সৌরভ-দর্শনার সাবেকিয়ানা তো বটেই তবে ঢালাও নাচ-গানের আয়োজন ছিল বিয়ের আসরে। যোগ দিলেন বর বউও। সৌরভ-দর্শনার বিয়ের আসরে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিয়ের আসরে নজর কাড়ে সৌরভ-দর্শনার প্রেম, খুনসুটি বন্ধুত্ব