Image Source: পিটিআই
ভারতের 'সিলিকন ভ্যালি'। একাধিক আইটি, আইটি-এনাবেলড সংস্থার অফিস থাকায়, এই নামেই ডাকা হয় কর্নাটকের বেঙ্গালুরুকে।
Image Source: পিটিআই
বর্ষায় কার্যত নাজেহাল আধুনিক এই শহরটি। জলমগ্ন সব এলাকা। তার উপর চিন্তা বাড়িয়েছে আগামী কয়েকদিনের বৃষ্টির পূর্বাভাস।
Image Source: পিটিআই
বেঙ্গালুরুর পাশাপাশি কর্নাটকের উপকূলীয় এলাকাতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে সেই এলাকার অবস্থাও তথৈবচ।
Image Source: পিটিআই
বেঙ্গালুরুর আউটার রিং রোড জলমগ্ন। তার মধ্যে দিয়েই যাচ্ছে অ্যাম্বুল্যান্স।
Image Source: পিটিআই
রাস্তার জমা জলে খারাপ হয়ে গিয়েছে বিলাসবহুল গাড়ি।
Image Source: পিটিআই
ভারী বৃষ্টিতে ভয়াবহ অবস্থা বেঙ্গালুরুর রাস্তার।
Image Source: পিটিআই
ভিন রাজ্য থেকে বহু লোক এখানে কাজ করতে আসেন। তাঁদের অনেকেই পরিযায়ী শ্রমিক। প্রবল ভোগান্তিতে তাঁরা।
Image Source: পিটিআই
জমা জলে খারাপ হয়ে যাচ্ছে গাড়ি। তাই বেঙ্গালুরু রাস্তায় ট্রাক্টরে চলছে যাতায়াত।
Image Source: পিটিআই
জরুরি জিনিস হাতে নিয়ে ঘর ছাড়ছেন অনেকেই।