রাজ্যে বিয়ের মরসুম তুঙ্গে।
শাড়ি থেকে পাঞ্জাবি, সবই খরচ সাপেক্ষ।
খুঁটিনাটি খরচই হিসেবের তালিকায় রাখুন।
সোনার থেকে কম বাজেটে একাধিক উপহার আছে।
এলইডি টিভি উপহার দিতে পারেন।
ওয়াশিং মেশিন ফ্রিজও উপহার দিতে পারেন।
কম বাজেটে প্রেসারকুকার, ওভেন দিতে পারেন।
মিক্সি কিংবা হাতঘড়ি দিতেই পারেন।
বিয়ের মরসুমে খরচ কমাতে আগে থেকে জিনিস কিনুন।
দাম বাড়ার আগেই কিনে রাখুন বিয়ের প্রায় সব কিছুই।