নিত্যদিনের জরুরি সামগ্রীর মধ্যে এই মানিব্যাগ বা ওয়ালেট অন্যতম মানিব্যাগে লাল কাগজ রাখলে অর্থাভাব হয়না মা লক্ষ্মীর ছবি রাখলে সমৃদ্ধি বজায় থাকে মানিব্যাগের ভেতর নোট সবসময় গুছিয়ে রাখুন ভাঁজ করে রাখবেন না। কখনোই নোট এবং কয়েন একসঙ্গে রাখবেন না এতে রুষ্ট হন দেবী লক্ষ্মী টাকা ঋণ নিলে সেই টাকা মানিব্যাগে রাখবেন না নিজের মানিব্যাগ হস্তান্তর করবেন না কখনোই পুরানো মানিব্যাগ ফেলে দেবেন না এটি অত্যন্ত শুভ জিনিস মানিব্যাগ কখনই কখনোই ডাস্টবিন বা নোংরা জায়গায় ফেলবেন না