প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর কেড়েছিল অজয় দেবগণের 'ভোলা'। প্রথম টিজার লঞ্চ হওয়ার পর সেই উত্তেজনার মাত্রা আরও বেড়েছে। এবার প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় টিজার। লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ ও তব্বু। মুক্তির অপেক্ষায় 'ভোলা'। প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় টিজার। দুর্দান্ত ও চোখ ধাঁধানো লুকে দেখা মিলল অজয়ের। এছাড়া এই টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হল দর্শকের। তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাওকে। 'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। গত ২৭ অগাস্ট, ইনস্টাগ্রামে তাব্বু একটি ছবি পোস্ট করেন। সেখানে এই ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করেন।