বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার 'ভুল ভুলাইয়া ২'-র। দ্বিতীয় সপ্তাহেও চলছে ঝোড়ো ব্যাটিং। সাফল্য উদযাপন করতে সোমবার হল পার্টি। হাজির ছিলেন ছবির গোটা টিম। পাপারাৎজিদের সামনে রাজপাল যাদবকে কোলে তুলে নিলেন 'রুহ বাবা' কার্তিক আরিয়ান। কালো সাদা পোশাকে মোহময়ী দেখাচ্ছিল তাব্বুকে। অন্যদিকে সম্পূর্ণ কালো পোশাকে হাজির ছিলেন কার্তিক। ছিলেন ছবির পরিচালক অনীশ বাজমি, অভিনেতা মিলিন্দ গুনাজি, সস্ত্রীক রণিত রায়, দর্শন কুমার, পরিচালক সাজিদ খান, প্রযোজক ভূষণ কুমার। দেখা যায়নি কিয়ারা আডবাণীকে। আগামী ছবি 'যুগ যুগ জিও'র প্রচারে ব্যস্ত তিনি। দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটি মোট ৩০.৬৪ কোটির ব্যবসা করেছে। মোট আয় ১২২.৬৯ কোটি টাকা। ছবিটি আলিয়ার 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'কে পিছনে ফেলে ১৫০ কোটির দিকে পা বাড়িয়েছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত 'ভুল ভুলাইয়া'র সিক্যুয়েল এই ছবি। সম্প্রতি কলকাতায় এই ছবির গান 'আমি যে তোমার' লঞ্চ করতে হাজির হয়েছিলেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান।