অপেক্ষার অবসান, আজ নেট মাধ্যমে মুক্তি পেল 'ভুল ভুলাইয়া টু' ছবির ট্রেলার

ঠিক দুপুরবেলা হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু' ছবির ট্রেলার প্রকাশ্যে এল

মাত্র তিন মিনিটের কাঁটা দেওয়া এই ছবির ট্রেলার দেখে নেট নাগরিকদের মত, 'সম্পূর্ণ ছবি তো এখনও বাকি'

আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া টু'

ইতিমধ্যেই এই ছবির একাধিক টিজার ও একাধিক মোশন পোস্টার মুক্তি পেয়েছে

প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে, আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি

'ভুল ভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়

'ভুল ভুলাইয়া ২' -র ট্রেলারে মঞ্জুলিকার আভাস কিছুটা পাওয়া গিয়েছে, কিন্তু বিদ্যা বালান রয়েছেন কিনা, তা বোঝা যায়নি

এদিন ট্রেলার লঞ্চে মুম্বইয়ের একটি সিনেমা হলে দেখা গেল কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীকে

এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু