চোখে স্বপ্ন ছিল বাংলা ধারাবাহিকের অভিনেত্রী হওয়ার, স্বপ্ন ছিল মডেল হওয়ার কিন্তু মাত্র একুশ বছরেই সমস্ত স্বপ্নকে ছিন্ন করে না ফেরার দেশে চলে গিয়েছেন মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার গতকাল নাগেরবাজারে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, আত্মঘাতীই (Suicide) হয়েছেন বিদিশা মডেল-অভিনেত্রী বিদিশা দের মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর দাবি তাঁর সহকর্মীদের বিদিশার এক সহকর্মী জানাচ্ছেন যে, তাঁরা বেশ কিছুদিন ধরে বিদিশার অবসাদের কথা টের পাচ্ছিলেন তাঁদের মনে হচ্ছিল কোনও কারণে অবসাদে আক্রান্ত হয়েছেন বিদিশা কিন্তু কাজের কারণে বিদিশার অবসাদ হওয়ার কথা মনে হয়নি সহকর্মীদের, তাঁদের মতে, বিদিশার হাতে অনেক কাজ ছিল যদিও তাঁরা দাবি করছেন যে, বিদিশা কিছুতেই আত্মহত্যা করতে পারেন না ইতিমধ্যেই জানা গিয়েছে, এক যুবকের সঙ্গে গত পাঁচ মাস ধরে সম্পর্কে ছিলেন বিদিশা