গরম মানেই বেড়ে ওঠে তরমুজ খাওয়ার প্রবণতা তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়

তরমুজ খেতে গিয়ে অনেকে তরমুজের বীজও খেয়ে ফেলেন

প্রশ্ন হল তরমুজের বীজ পেটে গেলে কী হয়? আয়ুর্বেদে তরমুজের গুণ ও সমস্যার কথাও বলা আছে

তরমুজ খাওয়ার সময়ে পেটে বীজ গেলে কী হবে?

তরমুজ খাওয়ার সময়ে পেটে বীজ গেলে কী হবে?

তবে তা ক্ষতিকর নয়

বিশেষজ্ঞরা বলছেন, তরমুজের বীজে নানা অ্যাসিড রয়েছে, তবে তা ক্ষতিকর নয়

বরং বীজ খেলে শরীর ঠান্ডাই হয়,

বরং বীজ খেলে শরীর ঠান্ডাই হয়, পাশাপাশি হজম ক্ষমতাও বাড়ে

তাই ভুলে খেলে ফেললেও, চিন্তার কিছু নেই