আইপিএল ট্রফি জয়ের আরও কাছে বিরাট কোহলির আরসিবি লখনউ সুপারজায়ান্টসকে ১৪ রানে হারিয়ে দিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাহুল-হুডার দুরন্ত লড়াই বিফলে গেল, স্বপ্নভঙ্গ লখনউ সুপারজায়ান্টসের রান পেলেন না লখনউয়ের অন্যতম ভরসা কুইন্টন ডি কক প্রথমে ব্যাট করে বোর্ডে ২০৭ রান তুলে নেয় আরসিবি বিরাট, ফাফ রান না পেলেও নায়ক হয়ে গেলেন রজত পাতিদার রজত পাতিদার সেঞ্চুরি হাঁকান, অপরাজিত ৩৭ কার্তিকের জবাবে ১৯৩ রানে শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস ম্যাচে ২৫ রানে আউট হলেন বিরাট, আবেশের শিকার হন তিনি রাজস্থানের বিরুদ্ধে আগামীকাল মুখোমুখি হবে আরসিবি, জিতলেই ফাইনালের টিকিট