কলকাতা জুড়ে জমিয়ে শীত উপভোগ সবাই। বাদ নেই তারকারাও। তবে শীতের সঙ্গী হোক ফ্যাশন সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের ছবি শেয়ার করে নেন মিমি। আর তার থেকেই নেওয়া যাক, স্টাইস টিপস। শীত থেকে বাঁচতে শরীর ঢাকা ওভার সাইজড সোয়েটার পরেছেন মিমি। প্যান্ট আর সোয়েটারের রঙে বৈপরিত্য। শীতে স্টাইল করতে হাইনেক সোয়েটার টপের জুড়ি মেলা ভার। ক্যারি করতে পারলে পরতে পারেন ওভার সাইজড টপও। এই পোশাকটি আবার বেশ ফরম্যাল। একরঙা ব্লেজার বেছে নিয়েছেন মিমি। কালোর সঙ্গে ব্লেজারে রয়েছে সোনালি ছোঁয়া। খোলা রয়েছে চুল। পরেছেন হালকা গয়নাও। শীত হলেও, রোদ থেকে বাঁচতে হামেশাই সানগ্লাস ব্যবহার করতে দেখা যায় মিমিকে। ফরম্যাল হোক বা ক্যাজুয়াল, শীতে হালকা গয়নাই পরতে দেখা গেল মিমিকে। এই পোশাকে মিমি নীল ডেনিমের সঙ্গে পরেছেন কালো টপ, ওপরে সোয়েটার। ক্য়াজুয়াল হো বা ডেনিম, চুল খোলা রাখতেই ভালবাসেন মিমি।