আনিস মৃত্যু তদন্তে মিছিল আনিস মৃত্যু তদন্তে মিছিল বামফ্রন্টের প্রথম সারির নেতারা মিছিলে প্রথম সারির নেতারা মিছিলে হাঁটলেন বিমান, সূর্য মিছিলে হো-চি-মিন মূর্তি থেকে মিছিলে বামফ্রন্ট মিছিলে একাধিক সমর্থক ধর্মতলায় মিছিল শেষ হয় বামপন্থীদের ফেস্টুন হাতে ফেস্টুন হাতে মিছিলে হাঁটলেন বামফ্রন্ট নেতারা পাঁচলা রণক্ষেত্র হাওড়ার পাঁচলা রণক্ষেত্র এদিন মিছিলে মীনাক্ষীরাও আনিস মৃত্যু তদন্তের দাবিতে মিছিল মীনাক্ষীদেরও টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ জাস্টিস ফর আনিস জাস্টিস ফর আনিসের বার্তা ফেস্টুনে বাম ছাত্র-যুব সংগঠন রাস্তায় বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে