ফ্ল্যাটবাড়়িতে জায়গা নেই বাগানের। কিন্তু ইচ্ছে থাকলে উপায় অবশ্যই আছে। ঘরের কোণা, বারান্দা সাজিয়ে তোলা যাবে পছন্দসই ইনডোর প্ল্যান্টে। বিশেষ যত্নের প্রয়োজন হয় না। অল্প একটু খেয়াল রাখলেই তরতরিয়ে বেড়ে উঠতে পারে অধিকাংশ ইনডোর প্ল্যান্ট। বসার ঘরের সোফার পাশে, বারান্দায় অথবা পড়়ার টেবিলের পাশে রাখা যেতেই পারে বাছাই করা গাছ। কিছু গাছ ছায়ায় রাখতে হয়। আবার কোনও কোনও গাছের দরকার অল্প একটু সূর্যের আলো। প্রয়োজন বুঝে বাছতে হবে গাছ রাখার জায়গা। অনেকে স্নানের ঘরেও গাছ রাখতে পছন্দ করেন। সেটাও সম্ভব। কিন্তু সব গাছ স্নানের ঘরে রাখা যায় না। শুধু ঘর সাজানোই নয়। ঘরে ইনডোর প্ল্যান্ট রাখলে ঘরের বাতাসের মানও ভাল থাকে। বলছেন বিশেষজ্ঞরা। ইনডোর প্ল্য়ান্টের মধ্যে অনেকগুলি বেশ জনপ্রিয়। যেমন মানিপ্ল্যান্ট। ঘরের মাঝে, টেবিলের উপরে রাখা যায় এই গাছ। স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টও নজরকাড়া। এগুলি পরিচর্যা করতেও বিশেষ সময় খরচ হয় না। অ্যালোভেরা গাছও রাখা যায় ঘরে। শুধু দেখতে ভাল তাই নয়, ওষধিগুণও রয়েছে এই গাছের। আরও নানারকমের ইনডোর প্ল্যান্টও রয়েছে হাতের কাছে। পছন্দমতো বেছে নিয়ে চটজলদি সাজিয়ে ফেলা যায় ঘরের কোণ।