রবিবার ৩৬ বছর পূর্ণ করলেন শিখর ধবন
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শিখরের
মাত্র ৮৫ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেছিলেন ধবন
ভারতের হয়ে ৩৪টি টেস্ট ম্যাচ খেলেছেন ধবন, করেছেন ২৩১৫ রান
টেস্টে ৭টি সেঞ্চুরি রয়েছে ধবনের, ৫টি হাফসেঞ্চুরিও রয়েছে
১৪৫টি ওয়ান ডে খেলেছেন ধবন, দেশকে নেতৃত্বও দিয়েছেন
ওয়ান ডে-তে ১৭টি সেঞ্চুরি-সহ ৬১০৫ রান করেছেন ধবন
জাতীয় দলের হয়ে ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭৫৯ রান করেছেন ধবন
কেরিয়ারের একশোতম ওয়ান ডে-তে সেঞ্চুরি করেছিলেন ধবন, যে নজির রয়েছে মাত্র ৯ জনের
১৯২ ম্য়াচে ৫৭৮৪ রান রয়েছে শিখরের ঝুলিতে, আইপিএলে দুটি সেঞ্চুরিও করেছেন