গত বেশ কয়েক বছরে বলিউডে

পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন কৃতী শ্যানন

ইতিমধ্যেই তাঁকে দেখা গিয়েছে

বলিউডের বেশ কিছু বিগ বাজেট ছবিতে

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল 'মিমি'

ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়

শুধুমাত্র অনুরাগীদের কাছেই নয়

সমালোকদের কাছ থেকেও প্রশংসা আদায় করে নেন

কিন্তু যদি বলিউডে কেরিয়ার তৈরি করতে ব্যর্থ হতেন

তাহলে কী করতেন কৃতী শ্যানন?

পড়াশোনা কতদূর করেছেন অভিনেত্রী?

ছোটবেলায় পড়াশোনায় কেমন ছিলেন?

এক সাক্ষাৎকারে কৃতী শ্যানন জানান

তিনি পড়াশোনাতে খুব একটা খারাপ ছিলেন না

বরং বলা ভালো

পড়শোনাতে বেশ ভালোই ছিলেন অভিনেত্রী

প্রথম বেঞ্চে বসতেই পছন্দ করতেন

কিন্তু উচ্চতার কারণে পিছনের বেঞ্চে বসতে হত

ইঞ্জনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করে তবেই অভিনয়ে আসেন

জিম্যাটের ডিগ্রিও রয়েছে তাঁর