অবাক শোনালেও এমন ঘটনা কোনও কাল্পনিক গল্প নয় চিংড়ির গায়ে ঠিক এতটাই জোর কুপোকাত হতে পারে যেকোনও মানুষ ঘুষির জোর প্রায় বুলেটের গতির সমান! ম্যান্টিস চিংড়ির প্রজাতির এই ক্ষমতা রয়েছে ৫০ মাইল বেগে আক্রমণ শানাতে পারে শামুকের খোল অনায়াসে ভেঙে চুরমার করতে পারে এই ম্যান্টিস চিংড়িকে কোনও অ্যাকোয়ারিয়ামে রাখা যায় না এক ঘুষিতে কাঁচও ফাটিয়ে দিতে পারে দ্রুত গতিতে লাফ এবং ঘুষি ছোড়ে এই প্রাণী এক বিরল ক্ষমতা রয়েছে তার তাই চিংড়ি বলে হেয় করা যাবে না এই প্রাণীটিকে!