ভুল জায়গায় পার্কিং করলে দিতে হবে ১০০০ টাকা জরিমানা। ট্রাফিকের কাছে নিয়ম ভাঙার ছবি পাঠালে পাওয়া যাবে ৫০০ টাকা।

এমনই নতুন ট্রাফিক আইন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি নতুন ট্রাফিক আইনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

এমনিতেই যানজটের কারণে ভারতের রাস্তায় নিত্যদিন গতি কমে যায় যানবাহনের। এরজন্য অনেকটাই দায়ী পার্কিংয়ের নিয়মভঙ্গকারী কিছু ব্যক্তি।

প্রতিদিনই বেআইনিভাবে যেকোনও জায়গায় গাড়ি পার্ক করে চলে যান তারা। পরবর্তী সময়ে যার মাসুল গুণতে হয় অন্যান্য গাড়ির চালক ও যাত্রীদের।

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন, ''আমি রাস্তায় ভুলভাবে পার্ক করা যানবাহন প্রথা বন্ধ করার জন্য একটি আইন আনার কথা ভাবছি।''

মন্ত্রীর মতে, গাড়ির মালিকরা তাদের যানবাহনের জন্য পার্কিংয়ের জায়গা তৈরি করেন না। তারা তাদের যানবাহনগুলি রাস্তায় ভুলভাবে পার্ক করে রাখেন।

যা ট্রাফিক সমস্যা তৈরি করে। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন মন্ত্রী। তিনি জানান, নাগপুরে নিজের বাড়িতে ১২টি গাড়ি পার্ক করার ব্যবস্থা করেছেন তিনি।

কদিন আগেই এসেছে ট্রাফিকের নতুন নিয়ম। যেখানে ট্রাফিক পুলিশ চালান কাটার ১৫ দিনের মধ্যেই গাড়ির চালকের কাছে পৌঁছে যাবে আইনভঙ্গের নোটিস।

এবার সেরকমই একটা নতুন আইন আনার পথ হাঁটছে কেন্দ্রীয় সরকার।