প্রচার শুরু হয়ে গিয়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের প্রথম একসঙ্গে ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'র। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত এই ছবি। এদিন মুম্বইয়ের মেহবুব স্টুডিওয় বলিউডের প্রিয় এই দম্পতিকে ছবির প্রচারে হাজির হতে দেখা যায়। নীল স্যোয়েটশার্ট ও ডেনিম জিন্স, কালো রোদচশমায় পাপারাৎজিদের জন্য পোজ দিলেন রণবীর কপূর। অন্যদিকে প্রেগন্যান্সি গ্লো ধরা পড়ল হবু মা আলিয়া ভট্টের চোখে মুখে। গোলাপী লুজ় টপ, কালো প্যান্ট ও নীল জ্যাকেটে দেখা গেল আলিয়াকে। মুখে তৃপ্তির হাসি। প্রসঙ্গত, ৫ বছর আগে শ্যুটিং শুরু হয়েছিল আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র' ছবির। ছবির সেটেই প্রেমপর্ব শুরু, যা বিয়েতে পরিণতি পায় চলতি বছরের ১৪ এপ্রিল। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চারহাত এক হয় রণালিয়ার। আনন্দে মাতে কপূর ও ভট্ট পরিবার। ২৭ জুন পরিবারে নতুন সদস্যের আগমনের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া-রণবীর।