মুম্বইয়ের অন্ধেরিতে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী সারা আলি খান। নায়িকার সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি 'জরা হটকে জরা বঁচকে' বেশ সাফল্য লাভ করেছে বক্স অফিসে। গোলাপী ড্রেস ও গোলাপী জুতো পরে ঝলমলে দেখাচ্ছে অভিনেত্রীকে। এদিনও পাপারাৎজিদের প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দিতে ছাড়েননি অভিনেত্রী। আরও নজর কাড়লেন তাতেই। এদিন পাপারাৎজিদের থেকে প্রশ্ন ধেয়ে আসে, 'মুম্বইয়ের বৃষ্টিতে কেমন লাগছে'? সঙ্গে সঙ্গে ঠোঁটের কোলে হাসি অভিনেত্রীর। মজা করে জবাব, 'খুব ভাল লাগছে, প্রথমবার দেখছি'। অভিনেত্রীর উত্তর শুনে হাসির ফোয়ারা ছোটে পাপারাৎজিদের মধ্যে। কর্মক্ষেত্রে অভিনেত্রীর হাতে এখন রয়েছে একের পর এক আকর্ষণীয় কাজ। সারাকে দেখা যাবে 'নখরেওয়ালি' ও 'মেট্রো ইন দিনো' ছবি দুটিতে। অন্যদিকে প্রেক্ষাগৃহে ২৫ দিন পূর্ণ করল সারা-ভিকির 'জরা হটকে জরা বঁচকে'। আয়ের পরিমাণ প্রায় ৮০.২২ কোটি টাকা।