বয়স নিজের মতো করে ছাপ ফেলেছে, কিন্তু গ্ল্যামার টাল খায়নি একটুও। তবে জিনাত আমন মনে করেন, দর্শক বরাবরই তাঁর রূপ, আবেদনকে, বুদ্ধিমত্তার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। হালে এই নিয়ে একটি সাক্ষাৎকারে খোলাখুলি কথাও বলেছেন সত্তরের দশকের জনপ্রিয় নায়িকা। জিনাত বলেন, 'ফিল্মদুনিয়া যে মহিলাদের মধ্যে রূপের ছটা দেখতে চায়, সেটা আগেই বুঝেছিলাম।' সাধারণের মধ্যে যে তাঁর বুদ্ধিমত্তার তুলনায় সৌন্দর্য ও আবেদন নিয়ে বেশি উৎসাহ ছিল, সে কথাও মনে করান জিনাত। ঠিক সেই কারণেই বার্ধক্যকে খোলা মনে স্বাগত জানান 'হরে রামা হরে কৃষ্ণা'-র অভিনেত্রী। বরাবরই ছকভাঙা ও সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি রয়েছে জিনাতের। বাস্তবজীবনেও নতুন কিছু 'ট্রাই' করতে পিছপা নন তিনি। গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন। পেরেন্টিং টিপস থেকে তারকাদের ব্যক্তিগত জীবন, নানা বিষয়ে সেখানে মতামত দেন জিনাত। সঙ্গে ছবি। কখনও অতীতের, কখনও এখনকার।