বাবা-কাকা থেকে 'কাজিন' দাদা-দিদি, সকলেই তারকা। তাঁর নিজেরও গ্ল্যামার-কোশেন্ট যে কিছুমাত্র কম নয়, সেটা অবশ্য বুঝিয়ে দেন শানায়া কপূর। হালে দুরন্ত লাল শাড়িতে ফটোশ্য়ুট করেছেন সঞ্জয় কপূর-মাহিপ কপূরের কন্যা। মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে চোখধাঁধানো লেগেছে অর্জুন কপূর ও জাহ্নবী কপূরের 'কাজিন'-কে। তবে শুধু শাড়ি নয়, পশ্চিমি পোশাকেও দুরন্ত সড়গড় ২৩ বছরের তরুণী। আপাতত অবশ্য 'গ্লিটারি এমবেলিশমেন্ট' বসানো শানায়ার এই শাড়ির লুক নিয়ে তোলপাড় নেটদুনিয়া। মাসখানেক আগে ইনস্টাগ্রামে এই সিরিজের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সঞ্জয়-কন্যা। 'কাজিন' দাদা-দিদিদের মতো তার পর থেকে তাঁকে নিয়েও আলোচনা চলছে। পরিবারের সঙ্গেও সময় কাটাতে ভালবাসেন তরুণী। 'গ্ল্যামারাস' নানা লুকেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন শানায়া।